আলমডাঙ্গায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এ স্লোগানকে সামনে নিয়ে রবিবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা চত্তর থেকে র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের চত্তরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আল মামুনের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন, আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আল মামুন।
কলেজিয়েট স্কুলেল উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক সাহারুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শেফালি বেগম, উপজেলা আনসার ডিভিপি প্রশিক্ষক মাজিদুল ইসলাম, তুষার মুক্ত স্কাউট দলের তন্ময় কুমার বিশ^াস অপুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষকার্থীবৃন্দ।