নিমগ্ন পাঠাগারে রমাযান বিষয়ক কবিতা পাঠের আসর
নিমগ্ন পাঠাগারে রমাযান বিষয়ক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ মার্চ ২০২৪ খ্রি. শুক্রবার বিকেলে আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগার কক্ষে এ আসর অনুষ্ঠিত হয়। কবিতা পাঠের আসর উপলক্ষে কবিতার ভাঁজপত্র প্রকাশিত হয়। ভাঁজপত্রে ইমদাদুল হক, হোসাইন আহমাদ, সিদ্দিক হোসেন, নাদিউজ্জামান রিজভী, আহমাদ কাজল, মুহাম্মদ আব্দুল্লাহ ও খুশবু বিনতে বাশারের কবিতা প্রকাশিত হয়।
আসরে বাংলা সাহিত্যের বিখ্যাত কবিদের রমজান বিষয়ক কবিতা ও ভাঁজপত্রে প্রকাশিত কবিতা পাঠ করা হয়। কাজী নজরুল ইসলামের 'কেন জাগাইলি তোরা' হোসাইন আহমাদ, জসীম উদ্দীনের 'তারাবি' আল ইমরান বকুল, ফররুখ আহমদের 'শবে বরাত উপলক্ষে' সোহেল রানা এবং আল মাহমুদের 'কদর রাত্রির প্রার্থনা' নাদিউজ্জামান রিজভী পাঠ করেন। এছাড়াও স্বরচিত কবিতা পাঠ করেন বদিউজ্জামান বাদল ও আবু শুয়াইব শিমুল।
এ আসরে আরও উপস্থিত ছিলেন মো: তামজীদ হাসান আবির, মো: বেলায়েত হোসেন বিপু, মো: শারজিল হাসান, মো: আকিব রেজা প্রমুখ।