আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল জব্বার বাবলুর স্মরণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আব্দুল জব্বার বাবলুর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিকেলে আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। স্মরণসভায় উপজেলা বিএনপির সভাপতি মরহুম আব্দুল জব্বার বাবলুর রুহের মাগফেরাত কামনা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জব্বার ভাইয়ের মৃত্যুকে শক্তিতে রূপান্তরিত করে এই স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন,৭ জানুয়ারী ডামি নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর পদ জবরদখল করেছেন শেখ হাসিনা। কিন্ত ডামি নির্বাচন করে তিনি দেশের জনগনের কাছে হেরে গেছেন। জয়ী হয়েছেন দেশনায়ক তারেক রহমান। তার আহ্বানে ৯৫% ভোটার সাড়া দিয়ে ৭ জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। তিনি উপস্থিত বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাতে হয়,কারণ শুক্রবার ছুটির দিনেও আপনাদের স্বতস্ফুর্ত উপস্থিতি এই স্মরনসভাকে মহিমান্বিত করে তুলেছে।
প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপকোষাধ্যক্ষ মাহামুদ হাসান খাঁন বাবু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরিফ, জেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর জব্বার সোনা, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন।
আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক, আবুল কালাম আজাদ, সালমা জাহান পারুলা, শাজাহান আলী, উপজেলা বিএনপির সহসধারন সম্পাদক হাজী মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,গোলাম মোস্তফা বিশ^াস, পৌর সহসাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার, মকলেছুর রহমান মিলন, পৌর সাংগঠনিক আলী আজগর সাচ্চু, রাশেদুল ইসলাম, জেলা যুবদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম পিন্টু, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিথা, ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে আব্দুর রশিদ, রাজাবুল ইসলাম রাজা, বোরহান উদ্দিন, শাহিনুর রহমান, আলম শাহ, পলাশ, আবদার আলী, আব্দুস সালাম, আমজাদ হোসেন, আইনাল হক, লালন মিয়া, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, টিপু সুলতান, আতাউল হুদা, আইনাল হক, সাহিদ্দোজ্জা মিল্টন, আলা উদ্দিন, শুকুর আলী, শেরেগুল ইসলাম, লালন, মহসিন, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতির মধ্যে রহিদুল ইসলাম, হাফিজুর রহমান চমক, আব্দুল হক মিন্টু, আব্দুল জব্বার, লিপন, আবু সালেহ মাসুদ, আবু জাফর,আব্দুর রশিদ, আলতাফ হোসেন, আমিরুল ইসলাম নান্নু, আরজান আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর যুবদলেল যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকু, যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ,আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক টগরসহ আলমডাঙ্গা উপজেলা, পৌর বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন বেলগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম। স্মরণসভায় প্রয়াত সভাপতি আব্দুল জব্বার বাবলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বাদেমাজু দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান।