আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসুচি পালন
আলমডাঙ্গা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসুচির আয়োজন করেন উপজেলা প্রশাসন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আলমডাঙ্গা পৌরসভা, আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে নানা কর্মসূচী পালন করেছে। সকাল সাড়ে ৯ টায় আলমডাঙ্গা উপজেলা মঞ্চ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদের হররুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া, ৭০“র অগ্নি সেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল গালিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শামীম সুলতানম জিএম কামাল, হুমায়ন কবীর, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শেফালী বেগম, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা মফিজুল ইসলাম, মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, সহকারি পল্লি উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, সহকারি শিক্ষক আহসান কবীর, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামান, মডেল মসজিদের ঈমাম হাফেজ মাসুদ কামাল,প্রমুখ।
উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।