কুষ্টিয়ায় শুরু হলো ৫ দিনব্যাপী ইসলামী বইমেলা
মোমতাজুল উলুম মাদ্রাসার আয়োজনে এবং ইসলামিক জোন কুষ্টিয়ার ব্যবস্থাপনায় মোমতাজুল উলুম মাদ্রাসা সংলগ্ন মাঠে গতকাল ৫ই মার্চ থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ইসলামী বইমেলা।
ইসলামিক জোন কুষ্টিয়ার ব্যবস্থাপনায় পাঠকবৃদ্ধি এবং ইসলামি বইয়ের সমৃদ্ধি ছড়াতে প্রতিবছর মোমতাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হয় এটি। মেলাটি ৫ই মার্চ, ২০২৪খ্রি. থেকে হয়ে ৯ মার্চ, ২০২৪খ্রি. পর্যন্ত প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা থেকে রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এবার এ মেলায় রাহনুমা প্রকাশনী, হুদহুদ প্রকাশনী, উমেদ প্রকাশ, ইলহাম, গার্ডিয়ান পাবলিকেশন, সমকালিন প্রকাশন, সন্দীপন প্রকাশন, সত্যায়ন প্রকাশন এবং মাকতাবাতুল আসলাফসহ প্রায় ৩০টি প্রকাশনী অংশগ্রহণ করেছে, যেখানে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের মৌলিক ও গবেষণামূলক বই স্থান পেয়েছে। এছাড়া এসকল স্টলগুলোতে আকর্ষণীয় ছাড়ে বিভিন্ন বই বিক্রয় হচ্ছে।