১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জনতা ব্যাংক আলমডাঙ্গায় খোলা হচ্ছে স্মার্ট একাউন্ট (ডিপিএস) ও সঞ্চয়পত্র

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
মার্চ ৪, ২০২৪
1126
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

এক গুচ্ছ নতুন সুবিধা নিয়ে জনতা ব্যাংক আলমডাঙ্গায় খোলা হচ্ছে জনতার স্মার্ট একাউন্ট। বিশেষ ধরনের এই একাউন্ট জনতা ব্যাংকের একটি নতুন উদ্ভাবন। এই বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংক পিএলসি. আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক আহম্মেদ জুলফিকার রহমান বলেন, ‘এটি গ্রাহকদের জন্য জনতা ব্যাংকের একটি নতুন উপহার। স্মার্ট একাউন্ট আধুনিক ধরনের একটি ডিপিএস যেখানে গ্রাহকেরা মাসের যে কোনো দিন তার কিস্তির টাকা দিতে পারবে। এমনকি কোনো মাসে স্মার্ট একাউন্টে টাকা জমা দিতে ভুলে গেলেও কোনো জরিমানা দেয়ার প্রয়োজন হবে না। তাছাড়া এতে মুনাফার হারও বিদ্যমান যে কোনো ডিপিএসের চেয়ে বেশি।’

জনতার স্মার্ট একাউন্ট (ডিপিএস) সম্পর্কে বিস্তারিত-

যে কোনো গ্রাহক প্রাথমিক ২০০০ (দুই হাজার টাকা) জমা দিয়ে স্মার্ট একাউন্ট খুলতে পারবে।

মেয়াদঃ ০৩ বছর, ০৫ বছর, ০৭ বছর বা ১০ বছর

মুনাফার হারঃ

জনতা ব্যাংক স্মার্ট একাউন্টের মুনাফার হার পরিবর্তনশীল। এই প্রথম জনতা ব্যাংক একটি নতুন ধরনের ডিপিএস চালু করলো যার মুনাফার হার FDR-এর মুনাফার চেয়ে বেশি।

বর্তমান মুনাফার হারের হিসাবে স্মার্ট একাউন্টের মুনাফার তালিকা-

০৩ বছর মেয়াদী স্মার্ট একাউন্ট- ৮.০০% (পরিবর্তনশীল)

০৫ বছর মেয়াদী স্মার্ট একাউন্ট- ৮.০৫% (পরিবর্তনশীল)

০৭ বছর মেয়াদী স্মার্ট একাউন্ট- ৮.১০% (পরিবর্তনশীল)

১০ বছর মেয়াদী স্মার্ট একাউন্ট- ৮.১৫% (পরিবর্তনশীল)

সুবিধাসমূহঃ

১। দৈনিক ভিত্তিতে মুনাফার হিসাবায়ন

২। মাসের যে কোনো দিন যতবার ইচ্ছা টাকা জমা দেবার ব্যবস্থা

৩। স্থায়ী আমানত হতে অধিক মুনাফা অর্জনের সুযোগ

৪। পরিবর্তনশীল মুনাফার হার

জনতা ব্যাংকের বিশেষ সেবা ও সুবিধাসমূহঃ

রেমিটেন্স উত্তোলনে ৫% ইনসেন্টিভ (সরাসরি জনতা ব্যাংকের একাউন্টে টাকা প্রদান এবং পিন নাম্বারে অর্থ প্রেরণের ক্ষেত্র) প্রদান করা হয়। জনতা ব্যাংক আলমডাঙ্গা শাখায় এখন জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের ‘সঞ্চয়পত্র’ ইস্যু করা হচ্ছে যার মুনাফার অর্থ সরাসরি গ্রাহকের একাউন্টে প্রদান করা হয়।

সঞ্চয়পত্রের মুনাফার তালিকাঃ

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram