নিমগ্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের আসর
নিমগ্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। আজ ১ মার্চ ২০২৪ খ্রি. শুক্রবার বিকেলে আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগার কক্ষে এ আসর অনুষ্ঠিত হয়। আসরে পঠিত কবিতাগুচ্ছ নিয়ে একটি ভাঁজপত্র প্রকাশিত হয়। ভাঁজপত্রে সিদ্দিক হোসেন, মুহাম্মাদ আব্দুল্লাহ, আফনাব আহমেদ নাহিয়ান, সাদিব আল মাহমুদ, সুমাইয়া তাবাসসুম, শান্তনা শারমিন, উম্মে ছওদা, আরিবাহ রহমান, সাবিকুন নাহার মিম, সালমা খাতুন, সিরাজুম মুনিরা ও আয়শা সিদ্দিকী মুন্নীর কবিতা প্রকাশিত হয়। আসরে ভাঁজপত্রে প্রকাশিত কবিতাগুচ্ছ পঠিত হয়। এছাড়াও হোসাইন আহমাদ, আহমাদ কাজল ও নাদিউজ্জামান রিজভী স্বরচিত কবিতা পাঠ করেন।
আসরে পঠিত কবিতার উপর মূল্যায়ন পেশ করেন হোসাইন আহমাদ, আনোয়ার জাহিদ রানা, মোঃ সোহেল রানা, সিদ্দিক হোসেন, আল মাসুদ আব্দুল্লাহ, মুশফিক তরফদার, তামজীদ হাসান আবির, আল মাহমুদ প্রান্ত এবং ভাঁজপত্রের সম্পাদক ইমদাদুল হক।
আসরে আরও উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, আল আমিন ইসলাম সাগর, খাইরুল বাশার, আবু সোয়াইব শিমুল, শারজিল হাসান প্রমুখ।