আলমডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থার সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থার নব-নির্বাচিত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাদাব্রিজ মোড় কুষ্টিয়া বাসস্টান্ডে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থার কার্যালয়ে নব-নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি সিনিঃ ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কমান্ডার এম শহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থার সহ-সভাপতি সার্জেন্ট তাইজাল হক তাজুল, সহ-সাধারন সম্পাদক সার্জেন্ট তোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক ল্যাঃ কর্পোঃ আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ তানভীর রেজা।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক সার্জেন্ট হাফিজুর রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদত হোসেন, সার্জেন্ট আবুল হোসেন, কার্যকারী সদস্য সার্জেন্ট নুর ইসলাম, সার্জেন্ট নামিজ উদ্দিন, সার্জেন্ট আনিচুর রহমান, কর্পোঃ ফজলু, কর্পো” রফিকুল ইসলাম, সৈনিক মাসুদ আলম প্রসুখ।