আলমডাঙ্গার গোবিন্দপুরের পরিচিত মুখ সামসুল হক আর নেই
আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের পরিচিত মুখ সামসুল হক মারা গেছেন (ইন্নাইল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) দিনগত রাত ১ টার দিকে তিনি স্ট্রোক করে মারা যান। শুক্রবারসকাল ১০ টায় আলমডাঙ্গা দারুসসালাম কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সামসুল হক গোবিন্দপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। পৌর শহরের জুতা পট্টিতে তার "ছন্দা সু স্টোর" নামে দোকান থাকায় তিনি শহরে অধিক পরিচিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত সামসুল হকের সাথে থাকা মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আমেরিকা প্রবাসী থানাপাড়ার রতন জমিদারের বাড়িতে তিনি সামসুল হককে সাথে নিয়ে যান। সিড়ি বেয়ে দোতলায় উঠতে গিয়ে সামসুল হক অসুস্থ বোধ করলে তাকে প্রথমে তার বাড়িতে নিয়ে যান।
পরে বেশী অসুস্থ বোধ করলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্ত পথিমধ্যে তিনি মারা যান। শুক্রবার সকাল ১০ টায় দারুস সালাম কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।