১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় উপজেলা ভুমি অফিসের কর্মচারী তানভীর আজিজ সড়ক দূর্ঘটনায় নিহত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২১, ২০২৪
230
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত আলমডাঙ্গা ভুমি অফিসের কর্মচারী তানভীর আজিজকে। মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তানভীর মৃত্যুর কোলে ঢলে পড়েন।


তার আগে সকাল সাড়ে ৯ টায় আলমডাঙ্গার হক ফিলিং স্টেশনের পাশে তানভীরের মোটরসাইকেলের সাথে চলন্ত বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লেও তার মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এসময় তানভীর আজিজের সাথে আহত হন একই অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারি সোহেল রানা। তারা দু'জন চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে আলমডাঙ্গা অফিসে আসার দুর্ঘটনার কবলে পড়েন। তানভীর আজিজকে গুরুত্বর আহতাবস্থায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও পরে এয়ার এ্যাম্বলেন্সযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা প্রশাসনের ঐকান্তিক সহযোগিতা ও চিকিৎসকের আপ্রান চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বিকেল ৪ টার দিকে তানভীর আজিজ মারা যান।


নিহত তানভীর আজিজ (৩২) চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদাহ বাস স্টান্ডপাড়ার মৃত নাসির উদ্দন আহমেদের ছেলে। তিনি ২০২১ সালের ১ নভেম্বর মিউটেশন কাম সার্টিফিকেট সহকারি পদে আলমডাঙ্গা ভুমি অফিসে চাকুরিতে যোগদান করেন। খোঁজ নিয়ে জানা গেছে, তানভীর আজিজের স্ত্রী অনন্যা জোয়ার্দ্দার পোস্ট অফিসে চাকুরী করেন। তানভীর আজিজের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।


আহত সোহেল রানা(৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ বেগমনগরের মহসিন আলীর ছেলে। সোহেলকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।


স্থানীয়রা জানান, আলমডাঙ্গা উপজেলা ভুমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারি সোহেল রানা ও মিউটেশন কাম সার্টিফিকেট সহকারি তানভীর আজিজ মোটরসাইকেল যোগে আলমডাঙ্গায় অফিসে যাচ্ছিলেন। তানভীর আজিজ নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল কবরস্থানের নিকট কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাহাত এক্সপ্রেস (মেহেরপুর জ-০৪-০০০৪) বাসটির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তানভীর আজিজ গুরুতর আহত হন। সোহেল রানাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। তানভীর আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও পরে এয়ার এ্যাম্বলেন্স যোগে ঢাকায় নেওয়া হয়।

আলমডাঙ্গা থানা পুলিশ বাসটি থানা হেফাজতে নিয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস জানান, মঙ্গলবার সকালে তানভির আজিজ ও সোহেল রানা দুজনে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলে আসছিলেন। পথিমধ্য বন্ডবিল এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা দ্রæতগতির একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংষর্ঘ হয়। এতে মোটরসাইকেল চালক তানভীর আজিজকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া ও পরে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার একটি ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram