৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে দুইদিনব্যাপী বইমেলার উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২১, ২০২৪
247
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে দুইদিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মেলার শুভ উদ্বোধন করেন।


আলমডাঙ্গা সরকারি কলেজ আয়োজিত ওই বই মেলায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. জে.ড এম আব্দুর রকীব। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া, সাহিত্যিক পিন্টু রহমান।


উদ্বোধনকালে প্রধান অতিথি এমপি ছেলুন বলেন, আলমডাঙ্গায় তিনটি মাঠ পড়ে আছে। কিন্তু খেলোয়াড় তৈরি হচ্ছে না। আগে তৈরি হলেও এখন হচ্ছে না। অথচ, শিক্ষার্থিদের জন্য খেলাধুলা কতটা প্রয়োজন তা কমবেশি সকলেই জানেন। খেলা শিক্ষার্থিকে ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তোলে। শিক্ষার্থিদের যেমন বই পড়তে হয়, শিক্ষকদেরও নিয়মিত বই পড়া উচিত। অথচ, শিক্ষকরা এখন বই পড়েন না। বই মানসিকভাবে সমৃদ্ধ করে। জ্ঞান প্রজ্ঞায় অনন্য করে তোলে।


বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানতে হবে। একুশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। আমাদের জাতিগোষ্ঠীর ইতিহাস পড়তে হবে। আমাদের দীর্ঘ সৌকর্য্যময় ইতিহাস আছে। সে ইতিহাসের সাথে পরিচয় থাকতে হবে।


মেলায়, উদ্ভাস, সাহিত্য পরিষদসহ ১৩ টি স্টল সজ্জিত করে বই বিক্রি চলছে। রয়েছে পিঠার স্টলও।
আলমডাঙ্গার মত মফস্বল শহরে বইমেলার আয়োজন করা রীতিমতো দু:সাহসিক কাজ। এই দু:সাহসিক উদ্যোগ সুচারুভাবে সম্পন্ন করায় আলমডাঙ্গাবাসী আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষের প্রশংসায় পঞ্চমুখ।


আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মাকসুদুর রহমান ও হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ রহিম জোয়ার্দ্দার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মোনয়েম, সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, সহকারী অধ্যাপক গোলাম সরোয়ার, সহকারী অধ্যাপক ইকবাল হাসান, সহকারী অধ্যাপক রাহাত আরা, সহকারী অধ্যাপক দিলরুবা শিরিন, সহকারী অধ্যাপক সাইদুর রহমান. সহকারী অধ্যাপক মহিতুর রহমান, সহকারী অধ্যাপক রেজাউল করিম, প্রভাষক ড: মোঃ মহবুব আলম, জেসমিন আরা খানম, শরিয়ত উল্লাহ, মনিরুজ্জামান, কামিনী সুলতানা, আব্দুস সেলিম, তাপম রশীদ, প্রভাষক আব্দুল ওয়াদুদ, আবু হাসান, হাবিবুর রহমান, রাশেদুল মোমিন, বাছের আলী, মুনজুরুল ইসলাম, আদিলুর রহমান, বাশেদুল কবীর, মিনারা খাতুন, তাসলিমা খাতুন, রওজাতুল জান্নাত, লুতফুন্নাহার, জেসমিন আক্তার, সালমা সিদ্দিক, মোহাম্মদ জামাল উদ্দিন, মাহফুজুর রহমান, নুরজ্জামান, হাসানুজ্জামান, সাব্বির আহম্মেদ, আনোয়ারুজ্জামান, হোসনে আরা, আবু সাঈদ, মাসুদ বিল্লাহ, আব্দুল হাইসহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram