৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে নিহত মেডিকেল শিক্ষার্থী আলমডাঙ্গার আনাসের দাফন সম্পন্ন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৭, ২০২৪
155
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে নিহত আলমডাঙ্গার মেধাবী ছাত্র আল শাহরিয়ার আনাসের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জুম‘আর নামাজ পর জানাযার নামাজ শেষে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়েছে। আনাস ঢাকার উত্তরা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের খইয়াছড়া ঝরনার পাহাড় থেকে কূপে পড়ে যান আনাস। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আনাস।


নিহত আনাস আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আল মদিনা গার্মেন্টসের স্বত্তাধিকারী খন্দকার আব্দুল্লাহ আল মামুনের বড় ছেলে। আনাস ঢাকার উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।


শুক্রবার জুম্মার নামাজের পর দারুসসালাম ঈদগাহ ময়দানে কয়েক হাজার শোকাতুর মানুষ আনাসের জানাজায় অংশ নেন। আনাসের বাবা ছেলের শোকে পাথর হয়ে যাওয়া আব্দুল্লাহ আল মামুনের সাথে জানাজায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাসান কাদির গনু, সাবেক মেয়র মীর মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, বৃহত্তর কাপড়পট্টি সমিতির সভাপতি হাজি গোলাম রহমান সিঞ্জুল, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন,গার্মেন্টস সমিতির সভাপতি আব্দুস সামাদ বাবলু। আনাসের দাদা হাজি খন্দকার রফিক উদ্দিন, বড় চাচা গোলাম আজম বিটু, ছোট চাচা আব্দুল কাদের।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram