আলমডাঙ্গায় সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) সমিতির আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত
আলমডাঙ্গা সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) সমিতির আলোচনা সভা ও বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১০ ফেব্রুয়ারি) আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্তরে আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শিক্ষক দম্পত্তি ও তাদের ছেলে মেয়েরা নানান রকম খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদেন। আলোচনা সভায় উপজেলা সহকারি শিক্ষক(শারীরিক শিক্ষা) সমিতির সভাপতি ও আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দীকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত র্ছিলেন আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, কুমারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি।
বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির সহকারি শিক্ষক(শারীরিক শিক্ষা) মুসফিকুর রহিমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মিজানুর রহমান রনি, রফিকুল ইসলাম, ফারুক হোসেন, আবু শামা, আব্দুল হামিদ, ইউনুস আলী, রফিকুল ইসলাম, হায়াত আলীসহ বিভিন্ন বিদ্যালয়েল শিক্ষকবৃন্দ।