আলমডাঙ্গায় হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি লিপু মোল্লা ও সাধারন সম্পাদক মকবুল হোসেন
আলমডাঙ্গায় হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক সরকারি বিদ্যালয় চত্তরে আলোচনা সভা, সমিতির আয়ব্যয়ের হিসাব প্রদান ও কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় আলমডাঙ্গা হার্ডওয়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজী মকবুল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী নাজিম উদ্দিন, আমিনুল ইসলাম টুটুল মিয়া, হাজী এনামুল হক, আরিফুল ইসলাম লাল্টু, মিজানুর রহমান, আমিনুল ইসলাম অপু মোল্লা, শ্রী রবিন্দ্রনাথ মালাকার, আশরাফুল আলম ছাব্দার, আবু তাহের মিয়া, হাজী রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম টিংকু মোল্লা, মাহফুজুর রহমান লিমন মোল্লা, ওহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে সকলের সম্মতিক্রমে আলমডাঙ্গা হার্ডওয়ার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা ও হাজী মকবুল হোসেনকে সাধারন সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটির সহ-সভাপতি শ্রী রবিন্দ্রনাথ মালাকার, আশরাফুল আলম ছাব্দার, আমিনুল ইসলাম অপু মোল্লা, আবু তাহের মিয়া, হাজী রফিকুল ইসলাম, সহ-সম্পাদক শ্রী লিপন বিশ্বাস, জাহাঙ্গীর আলম টিংকু মোল্লা, ক্যাশিয়ার ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনির উদ্দিন বিশ্বাস, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক মন্টু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান লিমন মোল্লা, সদস্য সাইদুর রহমান, সাধন কুমার মালাকার, মাসুদ রানা, মোল্লা সুলতানুল আলম রানা, অশোক বিশ্বাস, রবিউল ইসলাম, মানিক বিশ্বাস। কমিটি গঠন শেষে আলমডাঙ্গা হার্ডওয়ার মালিক সমিতির সকল সদস্যদের বনভোজন অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতির বক্তব্যে লিপু মোল্লা বলেন, আমরা হার্ডওয়ার ব্যবসায়ী সকলে একটি পরিবার। আপনাদের কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি দ্রুত সমাধান করার চেষ্টা করবো। আপনারা আমাকে যে দায়িত্ব দিলে তা আমি আপনাদের সাথে নিয়েই পালন করবো