আলমডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজে বার্ষিক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যবধি পর্যন্ত যারা অবদান রেখেছে তাদের স্মরণে বার্ষিক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) ১০ টার সময় হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাট বোয়ালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামীমা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নাহিদ হাসনাত সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজা, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, নতুন কুঁড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মাহাবুল ইসলাম, কালু মন্ডল, ইউপি সদস্য রিপন আলী বিশ্বাস, নতুন কুঁড়ি স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক সাহাবুল ইসলাম সন্টু, সাংবাদিক সোহেল হুদা, ফজলুল হক, মনোয়ার হোসেন।
হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক আব্দুর রহিমের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক শরিফুন নেছা, শিক্ষক শামসুল আলম, শিক্ষক মনিরুজ্জামান, শিক্ষক সানবিব আখতার ও শিক্ষক প্রতিনিধি আব্দুর রহিম, মতিউল হুদা,উম্মে সুরাইয়া খাতুন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন অধ্যাপক মাওলানা এনামুল হক