আসমানখালী আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী উৎসবে অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা আসমানখালী আইএফআইসি ব্যাংকের উপ-শাখার আয়োজনে প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ফেব্রুয়ারি) সকাল দশটায় আসমানখালী আইএফআইসি ব্যাংকের উপ-শাখা কক্ষে এই উৎসবের আয়োজন করা হয়।
আমন্ত্রিত এবং আগত সেবা গ্রহীতাদের জন্য ভাপা পিঠা, চিতই পিঠা, পাকান পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, গোলাপ ফুল পিঠা, জামাই পিঠা, মাছ পিঠা, দুধপুলি পিঠা, সরু পিঠা, বর্ফি পিঠা দিয়ে আপ্যায়ন করা করেন ব্যাংক কতৃপক্ষ।
প্রতিবেশি উৎসবে দর্শনা আইএফআইসি ব্যাংক শাখার ব্রাঞ্চ ম্যানেজার সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন আসমানখালী আইএফআইসি ব্যাংকের উপ-শাখার টি, এস,ও তারিক আজিজ, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আসমানখালী পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সোহানুর রহমান।
আসমানখালী উপ শাখার অফিসার ইনচার্জ পলাশ আহম্মেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাঈদ মাস্টার, ব্যবসায়ী এহতাজশাম পারভেজ, হাসমত উল্লাহ, জেনারুল ইসলাম, নাসির উদ্দিন, টুটুল ইসলাম, কাঁকন, ওসমান প্রমুখ।