আলমডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
আলমডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কনা, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, ৭০“র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, প্রাণী সম্পদ কর্মকতা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক,
উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নান, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ড. মহবুব আলম, উপসহকারি মেডিকেল অফিসার ডা.মনজুরুল হক বেলু বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য অফিসার স্নিগ্ধা দাস, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আক্তারুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।