১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার হাটবোয়ায়িলা নতুন কুঁড়ি স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৮, ২০২৪
158
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ায়িলা নতুন কুঁড়ি স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রæয়ারি) সকাল ১০টায় হাটয়োয়িলা ফুটবল মাঠে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্কুল এন্ড কলেজ ও ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।


এসময় তিনি বলেন, ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। এটা আমাদের মাতৃভাষা, আমাদের সংস্কৃতির প্রতিও সন্মান প্রদর্শন। দেশের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ দেশ প্রেমিক সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। না হলে লেখাপড়া বিফল হবে। শিক্ষা মানবিক করে গড়ে তোলে। শিক্ষা শ্রদ্ধাশীল হতে শেখায়। বিদ্যালয়টির লেখাপড়ার মান ভালো। শিক্ষার্থির সংখ্যাও সন্তোষজনক। কিন্তু খেলাধুলার দিক দিয়ে পিছিয়ে আছে। খেলা শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ায়। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় অধিক যোগ্য করে তোলে। বিভিন্ন সমস্যার মোকাবেলা করে ভবিষ্যতে সফল হতে সহযোগিতা করে।


বিশেষ অতিথি ছিলেন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ^াস, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি নাহিদ হাসনাত সোহাগ, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শামীমা নাসরিন, হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, মালিহাদ ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলাইন শেপু, হারদী ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা, জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, জেলা যুবলীগ নেতা পীরু মিয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন নতুন কুঁড়ি স্কুল এন্ড কলেজের পরিচালক মহাবুল ইসলাম।

বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার ও সেকেন্দার আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউপি সদস্য নজরুল ইসলাম, সাহিবুল ইসলাম, রিপন বিশ্বাস, আমিরুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি ইকরামুল হক বুড়ো, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন কালু, সমাজসেবক ও রাজনীতিবীদ বজলুর রহমান মিন্টু, হাটবোয়ালিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজাদ আলী বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান নান্নু, মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আবুল কালাম আজাদ, নতুন কুঁড়ি স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার অধ্যক্ষ শাহাবুল ইসলাম ওয়াশিম, প্রাথমিক শাখার অধ্যক্ষ শাহাবুল ইসলাম সন্টুসহ নতুন কুঁড়ি স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram