চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী বাবলু গ্রেফতার
আলমডাঙ্গায় চেক জালিয়াতি মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা থানা পুলিশ পৌর এলাকার সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
হাফিজুর রহমান বাবলু আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মরহুম আনিসুজ্জামান জোয়ার্দ্দারের ছেলে। তিনি আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক।
তিনি চেক জালিয়াতির একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। পরে ওই মামলায় বিজ্ঞ আদালত হাফিজুর রহমান বাবলুকে ৬ মাসের কারাদন্ডাদেশ ও সাড়ে ৩ লাখ টাকা জরিমানার করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই পালাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এএসআই জামির ও এএসআই হামিদ তাকে গ্রেফতার করে ।
হাফিজুর রহমান বাবলুকে গ্রেফতারের ঘটনা নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলেই সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।