আলমডাঙ্গা উপজেলা ইজিবাইক/অটো মালিক সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন
আলমডাঙ্গা উপজেলা ইজিবাইক/অটো মালিক সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি লাল্টু মিয়া ও আমিরুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ৩০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নতুন বাস স্টান্ড ইজিবাইক/অটো মালিক সমিতির অফিসে সকল ইউনিটের সভাপতি সম্পাদকের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির উপদেষ্টা উপজেলা মিল চাতাল ব্যবসায়ী সমিতির সভাপতি ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা পাপন রহমান। নতুন কমিটির সহসভাপতি সাজু মিয়া, হাফিজুর রহমান, সহসম্পাদক চান মিয়া, যুগ্ম সম্পাদক খয়বার আলী, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, কালাম, ক্যাশিয়ার ঈমান আলী, প্রচার সম্পাদক রশিদুল ইসলাম, সড়ক সম্পাদক মিন্টু, লাইন সেক্রেটারী রাতুল, হানিফ, কার্যকারী সদস্য চান মিয়া, আনোয়ার হোসেন, আসলাম, রিপন, শরিফ, শাজাহান প্রমুখ।
কমিটি গঠন অনুষ্ঠানে কমিটির উপদেষ্টা আশরাফুল হক বলেন, আপনারা সবাই নিজের গাড়ি চালান। সব সময় মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। যেখানে যাবেন হাতে সময় নিয়ে রাস্তায় বের হবে। ১ ঘন্টার রাস্তা প্রয়োজনে ২০ মিনিট বেশি লাগাবেন। শুধু আপনার জীবনই নয় আপনার গাড়ির যাত্রীদের জীবন রক্ষা করাও আপনার দায়িত্ব।