আলমডাঙ্গায় রাস্তায় ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই গাড়ি চালককে ৩০ হাজার টাকা জরিমানা
মাঠান জমির মাটি কেটে গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই গাড়ি চালককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে ফরিদপুর গ্রামে ভ্রাম্যমান আদালতের ভ্রাম্যমান আদালতে সহকারী কমিশনার ভুমি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রেজওয়ানা নাহিদ এ জরিমানা করেন।
আতালত সূত্রে জানা গেছে, হারদী ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের গাড়ি চালক শিশির ও হারদী গ্রামের শাকিব কেদারনগর মাঠ থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে থাকে। তারা ট্রাক্টর ভরে মাটি নিয়ে কেদারনগর, কাশিপুর, ফরিদপুরসহ বেশ কয়েকটি গ্রামের রাস্তা দিয়ে যাতায়াতের কারণে রাস্তায় মাটি জনদুর্ভগের সৃষ্টি হয়। এতে চরম জনভোগান্তিতে পড়ে এসব গ্রামের মানুষ। রাস্তার আশপাশের বাড়ি-ঘরে ধুলার স্তর পড়েছে। এছাড়া কেদারনগরে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত ব্রীজটিও দিনভর মাটি বোঝাই গাড়ির চাপে ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিষেধও তারা কর্ণপাত করেনি।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ কেদারনগর গ্রামে গিয়ে মাটি বোঝাই দুইটি ট্রাক্টরকে আটক করেন। এ সময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী মাটি বোঝাই দুই গাড়ির দুই চালককে ৩০ হাজার টাকা জরিমানা করেন।