আলমডাঙ্গায় আশার আলো সমিতির ৯ম বাৎসরিক হিসাব ও সকল সদস্যদের মাঝে লাভ্যংশ প্রদান
আলমডাঙ্গায় আশার আলো সমিতির ৯ম পর্বের বাৎসরিক হিসাব, সকল সদস্যদের মাঝে লাভ্যংশ প্রদান করা হয়েছে। ২৭ জানুয়ারী শনিবার সকালে সমিতির কার্যালয়ে আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে ২২১ জন সদস্যর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সমিতির সভাপতি ইয়ামিন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহব্বায়ক আনোয়ার হোসেন সোনাহার। বিশেষ অতিথি মুদি মনোহরি সমিতির সাধারন সম্পাদক ও বণিক সমিতির কোষাধ্যক্ষ আলাউদ্দিন, তহ বাজার সমিতির সভাপতি মজিদ মিয়া, বিশিষ্ট কাচামাল ব্যবসায়ী মনিরুদ্দিন মিয়া মনি, মুদি ও মনোহরি সমিতির সদস্য মাজেদ ভুঁইয়া আইন উদ্দিন, সমিতির সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন, বিশিষ্ট বীজ ব্যবসায়ী বোরহান উদ্দিন, বাজার কমিটির সাধারন সম্পাদক অমল অধিকারি।
আশার আলো সমিতির সম্পাদক রাশেদুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বুলবুল আহমেদ, সমিতির সদস্য শুভ, মশিউর, হৃদয়, মাহফুজ, জামিল, শাহেদ, জীবন, ইমন, ফারুক, নজরুল, মিজানুর, কাজল, সিদ্দিকুর রহমান, আসিফ, আমীন, লাল্টু, লিংকন, সুমনসহ সমিতির সকল সদস্যবৃন্দ।