আলমডাঙ্গার হাউসপুর টু জামজামি সড়কের ইজিবাইক চালকদের কমিটি গঠন
আলমডাঙ্গার হাউসপুর টু জামজামি সড়কের ইজিবাইক চালকদের কমিটি গঠন করা হয়েছে। ২৭ জানুয়ারি সন্ধ্যায় হাউসপুর ব্রিজের নিকট হাউসপুর টু জামজামি সড়কের সকল ইজিবাইক চালকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
সকলের সম্মতিতে কমিটির সভাপতি হাফিজুল ইসলাম ও লিটন আলী সাধারন করা হয়েছে।
কমিটির উপদেষ্টা ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, সাবেক জেলা যুবলীগের সদস্য শাহরুজ্জামান, জামজামি ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান ডেভিট, প্রবীন ব্যক্তি আনসার আলী মন্ডল, ইউনিয়ন যুবলীগের সদস্য আব্দুল কাদের রানা, উপজেলা যুবলীগ নেতা আসিফ ইকবাল অটল।
এছাড়াও কমিটির সহসভাপতি শরিফুল ইসলাম, সাজু ইসলাম, সহসাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, লিটন আলী, লাইন সেক্রেটারি বকুল, ক্যাশিয়ার টুলু ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমাদুল হানিফ, প্রচার সম্পাদক সিদ্দীক, ধর্ম সম্পাদক হামিদুল প্রমুখ।