আলমডাঙ্গায় ১শ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে কুমারী ইউয়িনের কামালপুর মালিথাপাড়া থেকে তাদের ৩জনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের অভয়নগর গ্রামের আজিজুল হকের ছেলে জাহিদ হাসান(২৫), একই ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের আক্তার আলীর ছেলে তাইফুর রহমান তুষার(২০) ও মাজু গ্রামের পালপাড়ার আব্দুল হালিমের ছেলে নাসিম ফারাজি(২১) দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে।
তারা এলাকার বাইরে ইয়াবা ক্রয় করে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে। ২৫ জানুয়ারি রাতে আলমডাঙ্গা থানার এসআই মারজান আল মোনায়েম, এএসআই রাসেল তালুকদার, এএসআই রিয়াজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কামালপুর গ্রামের মালিথাপাড়ায় অভিযান চালিয়ে তাদের ৩জনকে ১ শ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।