আলমডাঙ্গায় ৪৫ তম বিজ্ঞান মেলার সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
আলমডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৫তম বিজ্ঞান মেলার ২০২৩"র সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী এ বিজ্ঞান মেলা উপজেলা মঞ্চে ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, ৭০"র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, সহকারি প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান, ফারুক হোসেন, মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক স্মৃতি কনা দাস, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার শিক্ষক শামীম হোসেন প্রমুখ। দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে ৬টি প্রতিষ্ঠান ও মাধ্যমিক পর্যায়ে ২০ টি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট স্টলে প্রদর্শন করেন। এরধ্যে কলেজ পর্যায়ে মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউট ও স্কুল পর্যায়ে আলমডাঙ্গা একাডেমির ক্ষুদে বিজ্ঞানীদের নতুন প্রজেক্ট তৈরি করে সকলের সামনে উপস্থাপনার করার জন্য ১ম স্থান লাভ করেন। এছাড়াও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।