আলমডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৫ তম বিজ্ঞান মেলা উদ্বোধন
আলমডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৫ তম বিজ্ঞান মেলা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। ২৪ জানুয়ারী বুধবার সকাল ১১টায় উপজেলা মঞ্চে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়। বিজ্ঞান মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া, পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ৭০"র অগ্নিসেনা মঈন উদ্দিন পারভেজ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহিল কাফি, কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হক, সহকারি শিক্ষা অফিসার শামীম সুলতান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান, ফারুক হোসেন, নুরুজ্জামান, পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক জয়নাল আবেদিন, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, শ্যামপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার আক্তারুজ্জামান।
দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় কলেজ পর্যায়ে ৬টি প্রতিষ্ঠান ও মাধ্যমিক পর্যায়ে ২০টি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট স্টলে প্রদর্শন করেন।