২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা- ২০২৪‘র সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২২, ২০২৪
476
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা‘র সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসাকে ভাগ করে ৪টি সাবজোনে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ১৭ জানুয়ারি উপজেলা জোনে ৪টি সাব জোনের প্রতিযোগীতায় বিজয়ীদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বিটিম ফুটবল মাঠে ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠিত হয়।


ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপার ভাইজার ইমরুল হক। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।


আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও উপজেলা ক্রীড়া শিক্ষক কমিটির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দীকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলার স্কুল ও মাদ্রসার প্রধান শিক্ষকের মধ্যে রবিউল ইসলাম খান, মনিরুজ্জামান, ফজলুল হক শামীম, সিদ্দীকুর রহমান, নুরুল ইসলাম দিপু, আব্দুল হান্নান, আবুল কাসেম, তৈয়ব আলী, মশিউর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ফরিদুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আক্তারুজ্জামান, নর মোহাম্মদ, আকরামুল হক, ইউসুফ আলী, এনামুল হক, আনন্দ কুমার শীল, আমিনুল হক, শরিফুজ্জামান লাকি, ক্রীড়া শিক্ষক মহসিন কামাল, জিয়াউল হক, মুসফিকুর রহমান মুনসুর, আব্দুল সালাম, আবুল হাসান, মিজানুর রহমান রনি, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, ইয়ার আলী, ফারুক হোসেন, সমীর উদ্দিন, গুলশান আরা, আব্দুর রহিম, হায়াত আলীসহ সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram