আলমডাঙ্গা মুক্তমনা ফাউন্ডেশন উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
মাঘের শুরুতেই তীব্র শীতে জবুথবু পুরো দেশ। হাড় কাঁপানো শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার দাপট। উত্তুরের হিম হাওয়ায় আলমডাঙ্গা উপজেলাসহ সারা দেশের মানুষই এখন শীতে অত্যন্ত কাবু। স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। সূর্যের দেখা মিললেও উত্তাপ না থাকায় এবং উত্তুরের হিমেল বায়ু প্রবাহের কারণে তীব্র শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে কয়েকগুন। এই তীব্র শীতে আলমডাঙ্গা মুক্তমনা ফাউন্ডেশন প্রতিবারের ন্যায় শীতার্ত দুস্থ-অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে। ২০ জানুয়ারি শনিবার সকাল ৯ টার নয়টার সময় আসাননগর মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্তরে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ মহসিনুজ্জামান চাঁদ। মুক্তমনা ফাউন্ডেশনের সভাপতি আমেরিকা প্রবাসি আজিম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় তাদের দেশ বিদেশের বন্ধুরা মিলে ফাউন্ডেশনটি চালিয়ে আসছেন। শীত বস্ত্র বিতরণ ছাড়াও বিভিন্ন কর্মকান্ডে যুক্ত আছে মুক্তমনা ফাউন্ডেশন। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আজিম উদ্দিনর শ্রদ্ধেয় নোয়া ভাই মানোয়ার হোসেন মন্টু, প্রতিষ্ঠানের হিসাব রক্ষক সুশান্ত কুমার ওরফে চন্ডি গোসাই, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এইচ শাওন, দৈনিক মাথাভাঙ্গা সহকারী ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকন, দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, স্বেচ্ছাসেবক আব্দুল মান্নান প্রমুখ।