নিমগ্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের আসর
নিমগ্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জানুয়ারি ২০২৪ খ্রি. শুক্রবার বিকেলে আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে এ আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কবিতার চর্চার উপর বিশেষ আলোচনা রাখেন হোসাইন আহমাদ।
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন ইমদাদুল হক, হোসাইন আহমাদ, আহমাদ কাজল, নাদিউজ্জামান রিজভী, বেলায়েত বিপু ও ওমর সানি। তাছাড়া অনেকেই কবিতা পাঠিয়েও আসরে উপস্থিত হতে পারেননি। তাদের কবিতা অন্যরা পাঠ করে শোনান। নাঈম আশরাফের কবিতা মুহাম্মাদ আব্দুল্লাহ, আবু বকর সিদ্দিকির কবিতা মাহফুজুর রহমান, সুমাইয়া তাবাসসুমের কবিতা শারজিল হাসান, শান্তনা শারমিনের কবিতা আল ইমরান বকুল এবং খুশবু বিনতে বাশারের কবিতা শোয়েব আক্তার পাঠ করেন।
কবিতা পাঠ শেষে আসর নিয়ে মন্তব্য করেন সোহেল রানা, শোয়েব আক্তার, সাদিব আল মাহমুদ প্রান্ত এবং মোঃ এনামুল হক। আসরে পঠিত কবিতাগুচ্ছ নিয়ে একটি বিশেষ ভাঁজপত্র প্রকাশিত হয়।
কবিতা পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন মুন্না আল মাহদী, ইমন আলী নয়ন, আবু শোয়াইব শিমুল, সাদিক আহমেদ মাসুম, আফনাব আহমেদ নাহিয়ান, মেহেদী হাসান স্মরণ, মীর মিনহাজুল আবেদীন আফ্রিদি প্রমুখ।