৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নূরানী বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
জানুয়ারি ১৮, ২০২৪
168
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের ত্রৈমাসিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জানুয়ারি ২০২৪ খ্রি. বৃহস্পতিবার আলমডাঙ্গা কাছারীপাড়াস্থ দারুস সুন্নাহ নূরানী একাডেমীর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সকাল দশটায় শুরু হয়ে দুপুর তিনটায় শেষ হয়।

আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমীতে আয়োজিত এ কর্মশালায় আলমডাঙ্গা উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের অধীনে পরিচালিত ৪০টি নূরানী মাদরাসার প্রায় দেড়শ মুয়াল্লিম অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম নূরানী বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা ইমাম হুসাইন এবং মাওলানা ইউনুস সাহেব।

প্রশিক্ষণ কর্মশালা শেষে ২০২৩ শিক্ষাবর্ষের বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ ও A+ প্রাপ্ত ছাত্রছাত্রীদের বোর্ড প্রদত্ত পুরস্কার তাদের প্রতিষ্ঠান প্রধানদের কাছে হাতে তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে: ১. দারুস সুন্নাহ নূরানী একাডেমি, কাছারিপাড়া (১৭টি), ২. দারুল ইসলাম নূরানী মাদরাসা, নতুন বাসস্ট্যান্ড (১২টি), ৩. দারুস সুফফা নূরানী মাদরাসা, জগন্নাথপুর (৪টি), ৪. দারুল কুরআন নূরানী মাদরাসা, জামজামী (৬টি), ৫. মাদরাসাতুত তাকওয়া, কলেজপাড়া (৩টি)।

প্রোগ্রাম শেষে দুআ পরিচালনা করেন দারুস সুন্নাহ একাডেমীর মুহতামিম মাওলানা ইমদাদুল হক।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram