দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তীকালীন সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করার লক্ষে আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মবনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহমেদ।
এসময় তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের শক্তিই তৃণমূলের নেতাকর্মী। তৃণমূল নেতাকর্মীদের ত্যাগের কারণেই স্বেচ্ছাসেবক লীগ আজকে এ অবস্থানে এসে পৌঁছেছে। এ ধরনের নেতারা সংগঠনকে কিছু দিতে আসেন, নিতে আসেন না। তারা নিঃস্বার্থ ভাবেই দলের জন্য কাজ করেন। দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে আপনারা সবাই কাধে কাধ মিলিয়ে কাজ করেছেন। সেজন্য সকল নেতাকর্মিদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মতবিনিময় সভা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, সাধারন সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হোসেন মিলন, আতিউর রহমান বিপ্লব, আব্দুর রাজ্জাক, সবুজ, মামুন, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিলন মিয়া, সাধারন সম্পাদক লাল্টু।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম টুকুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তরিকুল ইসলাম জুয়েল, রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশাদুল ইসলাম, জেহালা ইউনিয়নের রহিদুল, জসি, নাগদাহ ইউনিয়নের আব্দুল লতিফ, রাসেল, আইলহাস ইউনিয়নের লিটন মোল্লা মেম্বার, রাসেল, খাসকররা ইউনিয়নের জাহাঙ্গীর, হারদী ইউনিয়নের এনামুল, রাজু, খাদিমপুর ইউনিয়নের দেলোয়ার, চিৎলা ইউনিয়নের স্বপন, গাংনী ইউনিয়নের ইকবাল সহ সকল ইউনিয়নের কয়েক শতাধিক নেতাকর্মিরা।