নৌকার বিজয় উপলক্ষে বাড়াদী ইউনিয়ন আঃলীগের প্রীতিভোজ অনুষ্ঠিত
বাড়াদী প্রতিনিধি: নৌকা মার্কার বিজয় উপলক্ষে আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে আলমডাঙ্গার বাড়াদী বাজার প্রাঙ্গনে নৌকার বিজয় উপলক্ষে এক প্রীতিভোজ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক ও নৌকার কর্মি উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাড়াদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মকবুল হোসেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লাল্টু।
এ প্রীতিভোজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সে সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের নৌকার মাঝি সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন চুতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উপস্থিত সকলে আনন্দ প্রকাশ করেন।
এই প্রীতিভোজ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাফিজুর রহমান সন্টু।
আরও উপস্থিত ছিলেন রিন্টু,সাকিব,আশিক,সিয়াম, জনি আলামিন,লিজান,আরাফাত,ইমারত,দুখু,ফারুক,তুসার প্রমুখ।