১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বৃহত্তর কাপড় পট্টির তাঁতী সেডে নৌকা প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৩, ২০২৪
146
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের নৌকা প্রতিকের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির পক্ষে আলমডাঙ্গার বৃহত্তর কাপড় পট্টির তাঁতী সেডে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি বুধবার বৃহত্তর কাপড়পট্টি সমিতির আয়োজনে সকল ব্যবসায়ীদের নিয়ে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী সভায় কুমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও আলমডাঙ্গা তন্তবায় সমিতির সাবেক সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনের মাঠে নানান গুজব ছড়াচ্ছে নির্বাচন বিরোধীরা। আপনারা গুজবে কান দিবেন না। কয়েকদিনের আগের খবর বিএনপিরা এখন বিদেশীদের ঘরে ঘরে গিয়ে নির্বাচন বন্ধ করার জন্য বলছে। তারা এখন বলছে নির্বাচন বন্ধ করে তফসিল ঘোষণা করলে তারা নাকি নির্বাচনে আসবে। মিয়ারা এতদিন কই ছিলে? আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছিলেন, আসেন কথা বলি,আলাপ আলোচনা করি। আপনারা এলেন না। আন্দোলন করে নাকি শেখ হাসিনাকে হটিয়ে দিবেন। তিনি বলেন, আন্দোলন আমরা করতে জানি। বঙ্গবন্ধু আমাদের আন্দোলন শিখিয়ে দিয়ে গেছেন। আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয়।


এমপি ছেলুন স্বতন্ত্র প্রার্থীদের নাম না ধরে বলেন, আওয়ামীলীগের একটা পরিচয় আছে। আওয়ামীলীগের নৌকা পাশ করলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। বিএনপিরও একটা পরিচয় আছে। বিএনপি পাশ করলে খালেদা জিয়া অসুস্থ, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রশ্ন রাখেন, স্বতন্ত্রদের পরিচয় কি? এমপি হলেই উন্নয়ন করা যায় না।


তিনি বলেন, ভোটের আর দুইটা দিন সময় আছে। উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। আমি আপনাদের জন্য যদি কিছু করে থাকি তাহলে আমার একটা দাবি আছে। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে আসবেন।


বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযেদা এম সবেদ আলী, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান লিটু বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বৃহত্তর কাপড় পট্টি সমিতির সাধারন সম্পাদক আবু মুছা, বৃহত্তর কাপড়পট্টি সমিতি সভাপতি হাজী গোলাম রহমান সিঞ্জুল, জেলা আওয়ামীলীগের সাবেক নির্বাহী সদস্য ও হারদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুর রহমান চন্দন, অ্যাড. সিরাজুল ইসলাম লাল্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বৃহত্তর কাপড় পট্টি সমিতির সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, সহসভাপতি হাজী আব্দুল খালেক, তন্তবায় সমিতির সাধারন সম্পাদক নুর নবী হিরক, পৌর আওয়ামীলীগের সহসভাপতি আবু ডালিম, রিপন আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, কাপড় ব্যবসায়ী মতিয়ার রহমার, গার্মেন্টস ব্যবসায়ী খন্দকার গোলাম আজম বিটু, উপজেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, জেলা পরিষদের সবেক সদস্য মিজানুর রহমান মিজান, এরশাদপুর তন্তবায় সমিতির সাধারন সম্পাদক সিরাজুল, ইসলামপুর তন্তবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমীর দে, কালিদাসপুর সাবেক আহবায়ক জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন সোনাহার, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, যুবলীগ নেতা সৈকত খান, মিরাজুল ইসলাম রঞ্জু প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram