নৌকা প্রতিকে মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ছেলুন জোয়ার্দ্দার এমপির পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরন
চুয়াডাঙ্গা ১ আসনের নৌকা প্রতিকে মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আলমডাঙ্গা উপজেলা শাখা। ১ জানুয়ারি সোমবার বিকেলে পুরাতন বাস স্টান্ড স্বাধীনতা স্তম্ভ মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারন ভোটারদের নিকট নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন ও তাদের হাতে নৌকা মার্কার লিফলেট তুলে দেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি নেছার আহমেদ প্রিন্সের নেতৃত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর চেয়ারম্যান এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আলমডাঙ্গা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মোল্লা সুলতানুল আলম রানা, পৌর যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মিন্টু, মুক্তিযোদ্ধার সন্তান খলিল হোসেন, মামুন,সবেদ আলী, ইউসুফ আলী প্রমুখ।
এসময় তারা বলেন, নৌকা মুক্তিযুদ্ধের প্রতিক। বঙ্গবন্ধুর ডাকে আমাদের পিতারা নিজের জীবন বাজি রেখে পাকিস্থানী পাক হানাদার বাহিনীর সাথে ৯ মাস রক্তক্ষয়ি যুদ্ধ করে লাল সবুজের পতাকা এনেছিল। নৌকা বঙ্গবন্ধুর প্রতিক। নৌকা বাংলাদেশের উন্নয়নের প্রতিক। আপনারা ৭ জানুয়ারি আপনাদের মুল্যবান ভোট দিয়ে নৌকা জয়যুক্ত করুন।