১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নতুন বই পেল ৬৭ হাজার শিক্ষার্থী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১, ২০২৪
166
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গায় নতুন বই পেল প্রায় ৬৭ হাজার শিক্ষার্থী। ১ জানুয়ারি সোমবার সকাল ১১টায় ২০২৪ শিক্ষাবর্ষের ‘বই উৎসব’-এর উদ্বোধন করা হয়েছে। আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনির শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। এরপর আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে মাধ্যমিক পর্যায়ে বই উৎসব উদ্বোধন করেন।

উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, সহকারি শিক্ষা অফিসার বকতিয়ার উদ্দিন, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, প্রতিষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, কাউন্সিলর বাপ্পি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন।


পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে ও পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সহকারি প্রধান শিক্ষা ইলিয়াস হোসেন, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হক, সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম। আলমডাঙ্গা এরশাদপুর একাডেমিতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বই উৎসবে প্রধান শিক্ষক ফজলুল হক শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বই বিতরন করেন প্রতিষ্ঠানে সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু।


আলমডাঙ্গা উপজেলায় সরকারি, বেসরকারি, কেজি, ইফতেদায়ি মাদ্রাসায় প্রি-প্রাইমারি থেকে ৫ শ্রেনি পর্যন্ত প্রায় ৩৭ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ট থেকে ১০ম শ্রেনির প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনে প্রাক-প্রাথমিক ও সহজ কোরআনশিক্ষার ১৭৭ কেন্দ্রের শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram