৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ফ্রিজ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এম.এ রাজ্জাক খান রাজের পক্ষে স্বেচ্ছাসেবকলীগের নির্বাচনী সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৩০, ২০২৩
136
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের ফ্রিজ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এম.এ রাজ্জাক খান রাজের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে ফ্রিজ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এম.এ রাজ্জাক খান রাজকে নির্বাচিত করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন। এসময় তিনি বলেন, এম এ রাজ্জাক খান রাজ একজন ধার্মিক ও সজ্জন ব্যক্তি। মুসলমান হিসেবে আমাদের উচিত তাকে বিজয়ী করা। তার সাথে থাকা। এটা মানুষ হিসেবেও আমাদের নৈতিক দায়িত্ব। নিজের পরিশ্রমে তিনি নিজের ভাগ্য গড়েছেন। আজ তিনি সারা দেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে উদাহরণ হয়ে উঠেছেন। এমন সম্ভাবনাময় যুবককে বিজয়ী করলে আমাদের পশ্চাদপদ এলাকার উন্নতি নিশ্চিত করা যাবে। আজ থেকে সকল স্বেচ্ছাসেবকলীগে নেতাকর্মিরা আপনারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফ্রিজ প্রতিকে ভোট চাইবেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিলন মিয়া, উপজেলা স্বেচ্ছানেবকলীগের সহসভাপতি তরিকুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন, পৌর যুগ্ম সম্পাদক লাল্টু।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম টুকুলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়নের রহিদুল, জসি, নাগদাহ ইউনিয়নের আব্দুল লতিফ, রাসেল, আইলহাস ইউনিয়নের লিটন মোল্লা মেম্বার, রাসেল, খাসকররা ইউনিয়নের জাহাঙ্গীর, হারদী ইউনিয়নের এনামুল, রাজু, খাদিমপুর ইউনিয়নের দেলোয়ার, চিৎলা ইউনিয়নের স্বপন, গাংনী ইউনিয়নের ইকবাল সহ সকল ইউনিয়নের নেতাকর্মিরা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram