নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী ছেলুন জোয়ার্দ্দার এমপির পক্ষে আলমডাঙ্গায় নির্বাচনী সভা
দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির পক্ষে আলমডাঙ্গায় নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় পৌর সভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে থানাপাড়া কমিউনিটি সেন্টারে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচণী আলোচনা সভায় ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোনা উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসদ উজ জামান লিটু বিশ্বাস। এসময় তিনি বলেন, ৭ জানুয়ারী আসতে আর বেশি দিন বাকী নেই। আর ঘরে বসে থাকা যাবে না। আমাদের সকল নেতাকর্মিকে প্রত্যেক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন জোয়ার্দ্দাকে আবারও বিজয়ী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কাউন্সিলর আলাল উদ্দিন, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল খালেক, তাহাজ উদ্দিন, হেলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহান-ই-জুল-ফিকার টুটুল।
ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে সিরাজুল, জাহাঙ্গীর, দেলোয়ার মোল্লা, মোল্লা দেলোয়ার, আক্তারুজ্জামান, ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের হাসিনা খাতুন, শাহানাজ, রিনা, আইনা, মোমেনা,ফিরোজা, টুনি, জরিনা, উপজেলা ছাত্রলীগরে সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিমন, ছাত্রলীগ নেতা সৌরভ, পিয়াস, শাহিন, রাজ, তোতা, মামুনসহ ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের কয়েকশ নেতাকর্মি।