আলমডাঙ্গায় ভোটের ডামাঢোলে মোটরসইকেল চোর সিন্ডিকেটের পোয়াবার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৭, ২০২৩
158
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় ভোটের ডামাঢোলে মোটরসইকেল চোর সিন্ডিকেটের পোয়াবার। তিন দিনের ব্যবধানে ২টি মোটরসাইকেল চুরির ঘটনায় মানুষ সঙ্খিত হয়ে উঠেছে। গত ২৪ ডিসেম্বর রাতে পুরাতন রেজিস্ট্রি অফিসের সামনে থেকে ও ২৭ ডিসেম্বর কলেজপাড়া মসজিদের সামনে থেকে দুটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরচক্র।
জানাগেছে, কলেজপাড়ার বসবাসরত শরিফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে মাগরিবের নামাজ পড়তে যায় কলেজপাড়া মসজিদে। তিনি মসজিদের সামনে ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি তালা মেরে রেখে নামাজ পড়ে বের হয়ে তার মোটরসাইকেলটি আর পাননি। এর দুই দিন আগে আলমডাঙ্গা পুরাতন বাজারের অ্যাড. আলফাজ উদ্দিন তার ব্যবহৃত জংশন ৫০ সিসি মোটরসাইকেলটি রেখে বাড়ির ভেতরে যান।
রাত সাড়ে আটটার দিকে তিনি মোটরসাইকেলটি নিতে এসে আর খোঁজে পাননি। এবিষয়ে দুজন আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সর্বশেষ খবর