ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে আলমডাঙ্গার হাইরোডে নির্বাচনী প্রচারণা মিছিল
দ্বাদশ সংসদ নির্বাচনে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে আলমডাঙ্গার হাইরোডে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর সন্ধ্যায় শহরের প্রধান প্রধান সড়কে ঈগল প্রতিকের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজী রবিউল হক, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনি , যুবলীগ নেতা শেখ মনিরুল ইসলাম, সাবেক কমিশনার জেহেন আলী সেন্টু ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী চন্দনের নেতৃত্বে নির্বাচনী মিছিলটি শহরের বাবুপাড়া, হাইরোড, চারতলার মোড়, সোনাপট্টি, পুরাতন বাজার, পুরাতন বাস কলেজপাড়া প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন কবি ব্রজলাল, শহীদ, শরিফুল, ইমরান, আমীন, রাজন, অন্তর, সাজিদ, সালমান, সাকিব, সাগর, শুভ উৎস, বাপ্পি, আলিফ, সান, লিখন, রনক, ইন্দ্র, খোকো, প্রমুখ।
এসময় নেতাকর্মিরা বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সকল ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন। আপনারা আপনার মূল্যবান ভোটটি ঈগল মার্কায় দিয়ে দিলীপ কুমার আগরওয়ালাকে আলমডাঙ্গার উন্নয়ন করার সুযোগ দিন। পরে সকলে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন।