ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে আলমডাঙ্গার হাইরোডে লিফলেট বিতরণ ও গণসংযোগ
দ্বাদশ সংসদ নির্বাচনে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে আলমডাঙ্গার হাইরোডে লিফলেট বিতরণ ও গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় শহরের প্রধান প্রধান সড়কে সকল ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ঈগল প্রতিকের লিফলেট বিতরণ ও ভোট চান নেতাকর্মিরা।
উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজী রবিউল হক, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনি , যুবলীগ নেতা শেখ মনিরুল ইসলাম, সাবেক কমিশনার জেহেন আলী সেন্টুর নেতৃত্বে শহরের চারতলার মোড়, সোনাপট্টি, পুরাতন বাজার, হাই রোড, থানা মার্কেট, পুরাতন বাস স্টান্ডে লিফলেট বিতরন, গণসংযোগ ও মিছিল করেন। এসময় উপস্থিত ছিলেন কবি ব্রজলাল, শহীদ, শরিফুল, ইমরান, আমীন, রাজন, অন্তর, সাজিদ, সালমান, সাকিব প্রমুখ।
এসময় নেতাকর্মিরা বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সকল ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিবেন। আপনারা আপনার মূল্যবান ভোটটি ঈগল মার্কায় দিয়ে দিলীপ কুমার আগরওয়ালাকে আলমডাঙ্গার উন্নয়ন করার সুযোগ দিন।