২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী ছেলুন জোয়ার্দ্দারের পক্ষে এম সবেদ আলীর মিছিল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৪, ২০২৩
84
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে নৌকা প্রতিকে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে মিছিল ও গণসংযোগ করেছেন জেলা জাসদের সভাপকি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। ২৩ ডিসেম্বর শনিবার বিকেলে গোবিন্দপুর চেয়ারম্যান পাড়া থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্তম্ভমোড়ে আলোচনা সভা করেন। পরে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে নেতাকর্মিদের সাথে নিয়ে তিনি সাধারন ভোটাদের নিকট নৌকা মার্কায় ভোট চান।


আলোচনা সভায় আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। এসময় তিনি বলেন, নৌকা উন্নয়নের প্রতিক। নৌকা অসহায় মানুষের প্রতিক। বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশের উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, একরামুল হক, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রাজ্জাক, রবিন, রাজু, মুন্না, তানজিম, হৃদয়, রেন্টু, তরিকুল, ইজাজুল প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram