আলমডাঙ্গা ইজিবাইক অটো মালিক সমিতি উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন
আলমডাঙ্গা ইজিবাইক অটো মালিক সমিতি যথাযথ মর্যাদায় ও আনুষ্ঠানিকতায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সকাল ৮টায় আলমডাঙ্গা রেল ষ্টেশন ইজিবাইক অটো স্টান্ডে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মাজারে পুষ্পস্তবক অর্পন করেন। পরে সকলে লাল সবুজের গেঞ্চি পরিধান করে শহরের বিজয় র্যালি শেষে ইজিবাইন নিয়ে শহর প্রদক্ষিণ করে।
আলমডাঙ্গা ষ্টেশন কমিটির আয়োজনে বেলা ১১ টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইজিবাইক অটো মালিক সমিতির সভাপতি মহাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইজিবাইক অটো মালিক সমিতির উপদেষ্টা মতিয়ার রহমান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ডালিম হোসেন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, ইজিবাইক অটো মালিক সমিতির উপদেষ্টা লাল্টু মিয়া, ইজিবাইক অটো মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কামাল, সহসম্পাদক চাঁন মিয়া, সড়ক সম্পাদক মিন্টু আলী।
সাধারন সম্পাদক আমিরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা স্টেশন কবমিটির সভাপতি বিল্লাল হোসেন সহ শতাধিক ইজিবাইক অটো মালিক।