আলমডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালন
আলমডাঙ্গায় যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলা পরিষদ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ, আলমডাঙ্গা পৌরসভা, আলমডাঙ্গা সরকারি কলেজসহ সরকারি- বেসরকারি এবং সামাজিক প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গা শহরের লালব্রীজ সংলগ্ন বধ্যভূমির বেদীতে শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন। পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জে এম আব্দুর রকীব, উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, আলমডাঙ্গা পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মইনদ্দিন পারভেজ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহেনা পারভীন, আলমডাঙ্গা পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন, উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মইনদ্দিন পারভেজ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহেনা পারভীন, আলমডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক আনোয়ারুজ্জামান।
কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, তথ্য অফিসার স্নিগ্ধা দাস, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ। সন্ধ্যায় আলমডাঙ্গা বধ্যভ‚মিতে বুদ্ধিজীবি দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মঈন উদ্দিন পারভেজ, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আলহাজ¦ লিয়াকত আলী মোল্লা লিপু, সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।