আলমডাঙ্গায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন পরিষদ মেম্বার এ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ এ্যাসোসিয়েশন আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে থানাপাড়া কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউনিয়ন পরিষদ মেম্বার এ্যাসোসিয়েশন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ও ডাউকি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাবলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শাখার আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা পরিষেদর সদস্য মজনুর রহমান জান্টু। এসময় তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রত্যেক ইউপি সদস্যদের দায়িত্ব তার ওয়ার্ডের সকল ভোটারকে ভোট কেন্দ্রে উপস্থিত করা।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক ইউপি সদস্য লিটন মোল্লা।
বেলগাছীর ইউপি সদস্য শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়নের ইউপি সদস্য আনিসুর রহমান, নাছিমা খাতুন, বাদল রশিদ, রনি মাহমুদ,বেলগাছী ইউনিয়নের ইউপি সদস্য শাহাদত হোসেন, হারুন, রাহান আলী, লাল্টু, মজিরন, তাপসি, মেহেরাজ, ঠান্ডু, কালিদাসপুর ইউনিয়নের ইউপি সদস্য ইমরান হোসেন, নজরুল ইসলাম, মিনারুল, শিপন, মারিফুল, আফিল উদ্দিন, ফিরোজুল ইসলাম, আলেয়া খাতুন, জলি খাতুন, সাবিহা খাতুন, ডাউকি ইউনিয়নের ইউপি সদস্য আফাজ উদ্দিন, মনোয়ার হোসেন, দাউদ আলী, বদর উদ্দিন, বুলবুল শিরাজী, আনিসুর রহমান, মাসুদা খাতুন, রশিদা. জামজামি ইউনিয়নের ইউপি সদস্য রাশেদুজ্জামান রাজিব, আবু মুসা, রাজন আলী, আরিফুল ইসলাম,মতিয়ার রহমান লাড্ডু, আইলহাস ইউনিয়নের ইউপি সদস্য ওহিদুল ইসলাম, রংপতি খাতুন, মুসলিম খাতুন, কুমারী ইউনিয়নের ইউপি সদস্য জাহানারা খাতুন, নুপুর খাতুন, জেহালা ইউনিয়নের ইউপি সদস্য হাসেম আলী, পিনজিরা খাতুন, লিপন হোসেন, চিৎলা ইউনিয়নের ইউপি সদস্য ইদ্রিস আলী, খাদিমপুর ইউনিয়নের ইউপি সদস্য আশাবুল হক, শাহাবুল হক, বাড়াদি ইউনিয়নের ইউপি সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।