আলমডাঙ্গায় পেঁয়াজের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান
পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে আলমডাঙ্গার পেঁয়াজ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। ১১ ডিসেম্বর সোমবার উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, কয়েকদিন ধরে আলমডাঙ্গা বাজারের ব্যবসায়ীরা পেঁয়াজ বেশি দরে বিক্রয় করছিলেন। গত রবিবার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানের পর পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস মনিটরিংয়ে বের হন। তিনি বিভিন্ন আড়ৎ ও খুচরা বিক্রেতাদের দোকানে পেঁয়াজের দর যাচাই করেন।
এসময় হলুদ পট্টিুর পেঁয়াজ ব্যবসায়ী আসাননগর গ্রামের আলতাফ হোসেনকে দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া বাজারে ফুটপথ দখল করে ব্যবসা করার অপরাধে স্থানীয় সরকার ও পৌরসভা আইনে মীর ফরাজকে ৩ হাজার, শুশান্ত মালাকারকে ২ হাজার, রিপন কুমার বিশ্বাসকে ২ হাজার ও লিটন আলীকে ২ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।