আলমডাঙ্গায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বেলা ১১ টার সময় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নাজনীন সুলতানা কনা, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর চেয়ারম্যান এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, মজিবর রহমান, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, ইউআরসি ইনস্টেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন, সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, শিক্ষক সমতিরি সভাপতি রেফাউল হক, সম্পাদক আশরাফুল আলম, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, উপজেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সভাপতি হাজী রফিকুল ইসলাম, সম্পাদক হাজী হারুন অর রশিদ,আঞ্চলিক মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক সেকেন্দার আলী, আলমডাঙ্গা কলাকেন্দ্রের পরিচালক ইকবাল হোসেন, খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, তথ্য কর্মকর্তা ¯িœগ্ধা দাসসহ উপজেলা সকল দপ্তররের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।