আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মিঠু গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মিঠুকে গ্রেফতার করেছে। ১ ডিসেম্বর শুক্রবার রাতে মহিলা ডিগ্রী কলেজের সামনে থেকে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেফতার করা হয়।
জানাগেছে, পৌর এলাকার গোবিন্দপুর এক্সেঞ্জপাড়ার সোহাগ মোড়ের আব্দুর জব্বারের ছেলে মিঠু (৪১) দীর্ঘদিন ধরে ট্যাপেন্টডল ট্যাবলেট বিক্রয় করে আসছিল। সে ইজিবাইকে করে আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় বিক্রয় করত।
শুক্রবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা থানার এসআই হাদীউজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মহিলা ডিগ্রী কলেজের প্রধান ফোটকের সামনে থেকে তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। জব্দ করা হয়েছে মিঠুর ইজিবাইক । এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।