আলমডাঙ্গায় নৌকা প্রতিকের প্রার্থী এমপি ছেলুন জোয়ার্দ্দারের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের আয়োজনে আলমডাঙ্গায় নৌকা প্রতিকের প্রার্থী চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার আয়োজনে নৌকা প্রতিকের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সভায় উপজেলা শাখার আহবায়ক নেছার আহমেদ প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক গরীব রুহানী মাসুম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, আলিফ জোয়ার্দ্দার, মোল্লা সুলতানুল আলম রানা, উপজেলা সদস্য সচিব জেহোন আলী সেন্টু, পৌর সদস্য সচিব সবুজ আহমেদ, চুয়াডাঙ্গা পৌর সদস্য সচিব নিয়তি মন্ডল, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মারুফুল হক।
উপজেলা যুগ্ম আহব্বায়ক মোল্লা ফেরদৌসুল আলম রিজভীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক কর্মকর্তা ইশতেসাম সোহেল, আরিফুজ্জামান শিপন, বাড়াদি ইউনিয়ন সভাপতি হোসেন আলী, সম্পাদক ইউসুফ আলী, সদস্য মতিয়ার রহমান, জাহিদুল ইসলাম সুজন, হাসানসহ আলমডাঙ্গা উপজেলা ও পৌরসভার বিভিন্ন গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান। এসময় বক্তারা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতিকে মনোনিত করেছেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে। তিনি একজন মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব তার জন্য ভোটের মাঠে কাজ করা। নৌকা প্রতিককে বিজয়ী করা। একজন মুক্তিযোদ্ধাকে বিজয়ী করা।