আলমডাঙ্গায় ধান উড়ানো মেশিনে পাখায় কাটাপড়ে শিশুর মৃত্যু
ধান উড়ানোর কাজে ব্যবহৃত পাওয়ার টিলারের পাখার আঘাতে চার বছরের শিশুকন্যা আফিয়া নূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আফিয়া নূর আলমডাঙ্গার আল আরাফা ক্লিনিকের মালিক ডাউকি বিনোদপুর গ্রামের নূর মোহাম্মদ হোসাইন টিপুর মেয়ে।
জানা গেছে, ২৯ নভেম্বর দুপুরে বিনোদপুরের আনসার আলী পাওয়ার টিলারের সাথে ফ্যানের পাখা লাগিয়ে ধান উড়াচ্ছিলেন। সে সময় প্রতিবেশি উপজেলা জামায়াতের সাবেক আমির নূর মোহাম্মদ হোসাইন টিপুর চার বছরের শিশুকন্যা আফিয়া নূর রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল দেখে পাওয়ার টিলারের পিছনের দিকে যায়। অসাবধানতায় শিশুকন্যা ফ্যানের পাখায় ধাক্কা দেয়। এতে আফিয়া নূরের মাথা ও গলার একপাশ রক্তাক্ত জখম হয়। তাকে দ্রত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুকন্যার মৃত্যু হয়।
আল- আরাফা ক্লিনিক এন্ড প্রাইভেট হাসপাতালের মালিক নূর মোহাম্মদ হোসাইন টিপুর দুই সন্তান। ছেলেটি বড় ও মেয়ে আফিয়া নূর ছিল ছোট।
শিশুকন্যা আফিয়া নূরের আকস্মিক মৃত্যুতে মা-বাবাসহ নিকট আত্মীয়দের বুক ফাটা আহাজারিতে পরিবারে শোকের মাতম। গ্রামজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
কুষ্টিয়া মডেল থানা থেকে আইনগত প্রক্রিয়া শেষ করে সন্ধ্যার পর আফিয়া নূরে লাশ বাড়িতে নিয়ে আসে। রাত সাড়ে আটটার দিকে জানাযা শেষে গ্রামের গোরস্থানে দাফন করা হয়েছে।