৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ কৃষকের মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৯, ২০২৩
86
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পশ্চিমপাড়া কালভাটের নিকট আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলের ধাক্কায় নিহত আইয়ুব আলী(৫৫) জগন্নাথপুর গ্রামের গাংপাড়ার মৃত গণজের আলীর ছেলে। তিনি ভুট্ট ক্ষেতে সেচ(পানি) দিয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক জখম হন।


জানাগেছে, উপজজেলার জগন্নাথপুর গ্রামের আইয়ুব আলী মন্ডল বাড়ির পাশেই আলমডাঙ্গা কুষ্টিয়া সড়ক পার হয়ে নিজ জমির ভুট্টা ক্ষেতে সেচ দিতে যায়। সেচ দেওয়া শেষে বাড়ি আসার জন্য রাস্তা পার হচ্ছিলেন। আলমডাঙ্গার দিক থেকে উপজেলার বটিয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মেহবুব আহাম্মেদ(৩৮) দ্রæত গতিতে টিভিএস স্টাইকার মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় মেহবুরের দ্রæত গতিতে চালিয়ে যাওয়া মোটরসাইকেলের ধাক্কা আইয়ুব আলী রাস্তার উপর পড়ে যান। তিনি ঘটনাস্থলে মারা যায়।


স্থানীয় লোকজন ছুটে এসে মোটরসাইকেলটি আটক করে এবং মোটরসাইকেল আরোহী মেহবুব আহাম্মদ গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে ভর্তি করে।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের জগন্নাথপুর গাংপাড়ায় মোটরসাইকেলে ধাক্কা লেগে পথচারী কৃষকের মৃত্যু সংবাদ পায়। সঙ্গে সঙ্গে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে। পরে নিহত আইয়ুব আলী মন্ডলের পরিবারের পক্ষ থেকে বিনাময়না তদন্তে লাশ দাফনের আবেদন করায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram